ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০
ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হয়েই এশিয়ান গেমসে যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেমিফাইনালে ভারত নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে হারতে হয়েছে ৮ উইকেটে।


জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিভেজা মাঠে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।


ব্যাট হাতে নামতেই বিপর্যয় পিছু নেয় টাইগ্রেসদের। নিয়মিত বিরতিতে পড়তে থাকে একের পর এক উইকেট।


উইকেটের পতনের লাগাম ধরে রাখতে না পারায় মাত্র ১৭ ওভারে ৫১ রানেই অল-আউট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।


দলের হয়ে কেবল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পক্ষে সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া। ইনিংস সর্বোচ্চ ১২ রান আসে তার ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের কোটায় যেতে পারেননি।


বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামিয়েছেন ভারতের পূজা ভাস্ত্রাকার। তিনি একাই ১৭ রানে ৪ উইকেট ঝুলিতে পুরেন।


বল হাতে ভারতের বোলাররা দাপট দেখানোর পর টাইগ্রেস বোলাররাও দাপট দেখিয়ে দেখলে এমনটাই আশা করা হচ্ছিল। কিন্তু বাস্তবিকপক্ষে সেরকম কিছুই হয়নি।


ভারতের ব্যাটাররা স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করে ম্যাচ বের করে আনেন। জেমিনাহ রদ্রিগেজের ২০ ও শেফালি ভার্মার ১৭ রানের সুবাদে আট ওভারে মধ্যেই রান তাড়ায় সফল হয় ভারত।


টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ভারতের মুখোমুখি দেখায় এটি সর্বনিম্ন রানের রেকর্ড। পুরো ম্যাচে রান হয়েছে মাত্র ১০৩। এর আগে শর্টার ফরম্যাটে ২০১৪ সালে দুই দলের ম্যাচে সর্বনিম্ন রান উঠেছিল ১৩১ রান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com