৪ বছর নিষিদ্ধের মুখে পল পগবা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯
৪ বছর নিষিদ্ধের মুখে পল পগবা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১১ সেপ্টেম্বর, সোমবার ইতালির এন্টি-ডোপিং এজেন্সি জানিয়েছে, পগবার শরীরে নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ইতালীয় এই মিডফিল্ডারের ক্যারিয়ার হুমকির মুখে। ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।


২০ আগস্ট, উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ শেষে পরীক্ষা করে পগবার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যায়।


৩০ বছর বয়সী ফরাসি এই ফুটবলার ওইদিনের ম্যাচে খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেয়া হয়েছিল।


এন্টি-ডোপিং এজেন্সি নাদো ইতালিয়া জানিয়েছে, পগবাকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তার দেহে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে।


ট্রাইব্যুনাল জানিয়েছে, নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে পগবার দেহে আবারও পরীক্ষা চালানো হবে।


জুভেন্টাস এক বিবৃতিতে বলেছে, পগবার পজিটিভ রেজাল্ট এবং নিষেধাজ্ঞার বিষয়টি তারা অবহিত হয়েছে। পরবর্তী ধাপ পর্যবেক্ষণে রাখছে তারা।


পগবার নিষেধাজ্ঞায় বড়সড় ক্ষতির মুখে পড়বে জুভেন্টাস। এখন পর্যন্ত জুভদের হয়ে মৌসুমে কোনো ম্যাচে শুরুর একাদশে খেলেননি পগবা। কেবল বদলি হিসেবে নেমেছিলেন দুটি ম্যাচে। সূত্র: এপি, বিবিসি ও ইএসপিএন


বিবার্তা/পুলক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com