যে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭
যে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরার ম্যাচে। হারলেই বাদ, বাংলাদেশের জন্য হিসেবটা এমনই। আর জিতলেই টিকে থাকা যাবে ফাইনালের দৌড়ে।


এমনই এক কঠিন সমীকরণের সমাধান করতে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা, তাতে কোনো সন্দেহ নেই। আর সেই পরীক্ষায় নামার আগে টাইগার শিবিরে আসতে পারে কিছু পরিবর্তন।


এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এরপর আফগানিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জিতে সুপার ফোর নিশ্চিত করলেও ফের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে টাইগাররা।


সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে হেরে যায় টাইগাররা। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সাকিব আল হাসানের দলের।


এদিকে এশিয়া কাপে এখনো পর্যন্ত খেলা তিন ম্যাচের দুইটিতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দলীয় সংগ্রহ ২০০ পেরোতে পারেনি টাইগাররা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানিয়েছেন ব্যাট হাতে আরো ভালো করার প্রয়োজনের কথা।


হাথুরু বলেন, ‘আমরা জানি আগের ম্যাচগুলোতে কী হয়েছে। আমরা ভিন্ন কন্ডিশন ও ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে শেষ দু-তিনটি ম্যাচ খেলেছি। এসব ক্ষেত্রে কন্ডিশন অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা জানি, আমরা এর চেয়েও ভালো করতে পারি। আমাদের অধারাবাহিকতার বিষয়টি মাথায় রাখতে হবে। সামনে যেন আরও ভালো করা যায়, সেই চেষ্টা করতে হবে।’


এদিকে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই সেখানকার পিচ হয়ে থাকে স্পিনারদের জন্য সহায়ক। সেই সঙ্গে ব্যাতারদের জন্যেও থাকে সুবিধা। এসব কথা বিবেচনায় রেখেই আজ দলে আসতে পারে দুইটি পরিবর্তন।


ওপেনিং জুটি এখনো স্থির করতে পারেনি টাইগাররা। মেহেদী মিরাজ এক ম্যাচে ইনিংস সূচনা করতে নেমে সেঞ্চুরি করলেও পরের ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। এদিকে নিজেকে প্রমাণ করতে পারেননি নাঈম শেখও। ফলে আজ একাদশে নাঈমের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। গতকাল দলের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছেন হঠাৎ করে ডাক পাওয়া এই ব্যাটার।


এদিকে আজ টাইগার একাদশে বোলিং ইউনিটেও আসতে পারে এক পরিবর্তন। হাসান মাহমুদের বদলে আজ বল হাতে আক্রমণের ভার থাকতে পারে মোস্তাফিজুর রহমানের কাঁধে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দলে সুযোগ পাননি তিনি।


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com