সাকিবের ব্যাটে গলের গুরুত্বপূর্ণ জয়, ব্যর্থ লিটন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:২৮
সাকিবের ব্যাটে গলের গুরুত্বপূর্ণ জয়, ব্যর্থ লিটন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লঙ্কা প্রিমিয়ার লিগে আজ এক ম্যাচে তিন বাংলাদেশী ক্রিকেটারের দেখা। দুইজনের অভিষেক। এই রি-ইউনে উজ্জ্বল ছিলেন কেবল সাকিব আল হাসান। অভিষেক রাঙাতে ব্যর্থ লিটন দাস, শরিফুল ইসলাম। গল টাইটান্সের হয়ে এদিন এলপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন লিটন দাস। চার বলের মাথায় ৬ হাঁকাতে গিয়ে উইকেট হারান দুর্দান্ত এক ক্যাচে। লিটন ৪ বল খেলে করেন কেবল ১ রান। সাকিন বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটে নিশ্চিত করেন দলের জয়। হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শরিফুল-বাবর আজমরা।


পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করতে হলে এই ম্যাচ গল টাইটান্সকে জিততে হত ১১.১ ওভারে। এই কাজটাও দারুণ ভাবে করে দেখাল সাকিব-ক্রসপুলে জুটি। এই দুইয়ের ৩০ বলে খেলা ৫৬ রানের হার না মানা জুটির দাপটে মাত্র ৮.৩ ওভারেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত হয়ে যায় গলের। ফলে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে লড়াইয়ে নামবে দুইয়ে উঠা গল টাইটান্স।


কলম্বো স্ট্রাইকার্সের বোলিং ইনিংসের শুরু করতে আসেন টাইগার শরিফুল ইসলাম। প্রথম চার বলে কেবল এক খরচ করা শরিফুল ওভার শেষ করেন ৭ রানে। ইফতিখার আহমেদ ভাঙেন গলের উদ্বোধনী জুটি। ভানুকা রাজাপাকসে প্যাভিলিয়নে ফিরলে ক্রিজে ব্যাট হাতে লিটন। প্রথম ডেলিভারিতেই লিটন নেন সিঙ্গেল। পরের ওভারে জেফ্রি ভান্ডারসেকে প্রথম দুই বল ডট খেলে পরের বলে লং অফে ফার্নান্দো দারুণ এক ক্যাচ লুফে নিয়ে লিটনকে বিদায় করেন।


সাকিব আল হাসান ব্যাট হাতে শুরুতে ধুঁকতে থাকেন। একবার লেগ বিফোরের ফাঁদে পড়ে উইকেট বাঁচান রিভিউ নিয়ে। এরপর দলকে দুই তোলার মিশনে খেলতে থাকেন হাত খুলে।


এর আগে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৭৪ রান করতেই গুটিয়ে যায়। তাব্রাইজ শামসির স্পিন বিষে রীতিমতো নীল হয়ে যায় কলম্বোর ব্যাটিং অর্ডার। শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে দেন লাহিরু কুমারা। ওভারে লাহিরুর জোড়া শিকার। সাকিব পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে এসে দেন কেবল ৩ রান।


বল হাতে সাকিব ৩.৪ ওভারে মাত্র ৮ রান খরচায় দখলে নেন ইফতিখার আহমেদের উইকেট। শেষ ব্যাটার হিসেবে ইফতিখারকে বোল্ড করে কলম্বোকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে দেন সাকিব। এদিন বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাব্রাইজ শামসি, এছাড়া সেকেগু প্রসন্ন ৩ ও লাহিরু কুমারার ঝুলিতে যায় ২ উইকেট।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com