বাংলাদেশ ক্রিকেটে জিপিএস প্রযুক্তি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১৮:২৪
বাংলাদেশ ক্রিকেটে জিপিএস প্রযুক্তি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের জন্য আজ সকালে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। আর দুপুরে অনুশীলন করেছে দলের খেলোয়াররা। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অনুশীলনে ব্যবহৃত হয়েছে জিপিএস প্রযুক্তি। অর্থাৎ আজই জিপিএস প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট।


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ অনুশীলনের সময় পেসার তাসকিন আহমেদ-হাসান মাহমুদের গায়ে কালো রঙের বিশেষ কিট লক্ষ্য করা যায়। এসময় একজন টেকনিশিয়ানকেও মাঠে দেখা যায়। মূলত জিপিএস সেটিং বা তার কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতেই মাঠে উপস্থিত ছিলেন তিনি।


দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট পরিমাপসহ আরো নানা তথ্য দেবে এই প্রযুক্তি। অনুশীলনের সময় ক্রিকেটাররা কতটা দৌড়েছেন, বা তার হৃৎস্পন্দনের গতি কেমন সবই জিপিএস-প্রযুক্তির মাধ্যমে চলে যাবে ল্যাপটপে।


আর এসব পরিমাপ করে জানা যাবে, একজন ক্রিকেটার ম্যাচ খেলার জন্য কতটা ফিট। তাই এ প্রযুক্তি ব্যবহারের ফলে কেউই তথ্য লুকাতে পারবে না। ফলে তা ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com