জুনে ঢাকায় আসছে না মেসিরা
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৭:৫৪
জুনে ঢাকায় আসছে না মেসিরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারও বাংলাদেশে দেখা যাবে মেসি-সহ পূর্ণশক্তির আর্জেন্টিনা দলকে, এমন খবরে দারুণ খুশি হয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীরা।
তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে কাছ থেকে দেখার স্বপ্নটা আপাতত আর পূরণ হচ্ছে না দেশের ক্রীড়ামোদীদের। মাঠ সংক্রান্ত জটিলতায় আর্জেন্টিনাকে ঢাকায় আনার পরিকল্পনা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


গত সপ্তাহে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (আফা) জানানো হয়েছে, জুনে বাংলাদেশে আর্জেন্টিনা ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে জানার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাফুফেকে কিছু জানায়নি। আর্জেন্টাইন মিডিয়াতে এই সংক্রান্ত কোনো খবর আসেনি।


বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘উভয়পক্ষ (দুই ফেডারেশন) চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। ১৫-২০ দিন আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর স্টেডিয়াম প্রস্তুত করা সম্ভব নয়। আগামী মৌসুমের আগে আমরা মাঠ পাচ্ছি না। তার পরপরই আমরা আর্জেন্টিনার সাথে প্রাথমিক যে যোগাযোগ ছিল, সেটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছি। কারণ আর্জেন্টিনা দল এলে খেলার তো জায়গা থাকতে হবে।’


আগামীতে আর্জেন্টিনা দলকে আনার কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে।’


এর আগে জানুয়ারির দিকে যখন বাফুফে উদ্যোগ নেয়, তখনও স্টেডিয়াম অপ্রস্তুত ছিল এবং জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম পাওয়া কঠিনই ছিল। এরপরও আর্জেন্টিনাকে প্রস্তাব দেয়ার কারণ সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের একটা চেষ্টা ছিল, বিশ্বচ্যাম্পিয়ন দল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসুক। আর্জেন্টিনাও বাংলাদেশে আসার জন্য যথেষ্ট আগ্রহী ছিল। স্টেডিয়াম নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ কাজ করছে। এটি পরিপূর্ণ করতে তাদের আরো সময় প্রয়োজন বলে জানিয়েছে।’


খেলা হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জানুয়ারির দিকে যখন বাফুফে উদ্যোগ নেয়, তখনও স্টেডিয়াম অপ্রস্তুত ছিল এবং জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম পাওয়া কঠিনই ছিল। তারপরও বাফুফে অদূরদর্শী এই পরিকল্পনা হাতে নেয়।


বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশীদের অকুণ্ঠ সমর্থনকে মাথায় রেখে আর্জেন্টিনা জাতীয় দলও এই সফরের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। এমনকি এই ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার প্রতিনিধি দলও শীঘ্রই বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু স্টেডিয়াম সংক্রান্ত
জটিলতায় আর্জেন্টিনার প্রতিনিধি দলকেও আসার কোন নির্দিষ্ট তারিখ দিতে পারেনি বাফুফে এবং শেষ পর্যন্ত এই জটিলতায় সফরই বাতিল করা হলো।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com