বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্যমাত্রা ১০৪
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৭:০৭
বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্যমাত্রা ১০৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে ৪ বল আগেই। এবার আইরিশদের ইনিংসের ১২ ওভার চলে গেছে বৃষ্টির পেটে। বৃষ্টি আইনে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ালো ৮ ওভারে ১০৪ রান। খেলা শুরু হবে ৫.৪০ মিনিটে। এর আগে বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করে।


৫০ মিনিট পেরিয়ে গেলেও সাগরিকায় এখনও বৃষ্টি পড়ছে। তবে জানা গেল খেলা শুরুর শেষ সময়। ম্যাচে ফলাফল পেতে অন্তত ৫ ওভার খেলতে হলে ম্যাচ শুরু করতে হবে ৫টা ৪৮ মিনিটের আগে।


বৃষ্টির কারণে শুরু হয়েছে ওভার কর্তন। এদিকে জানা গেছে আয়ারল্যান্ডের সম্ভাব্য টার্গেট। বৃষ্টি আইনে ১০ ওভার খেলা হলে পল র্স্টালিংদের করতে হবে ১২৫ রান। আর ৫ ওভারে খেলা হলে আয়ার‌ল্যান্ডের লক্ষ্য দাঁড়াবে ৬৯ রান।


বৃষ্টির হানার আগে লিটন-রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান।


আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমে একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।


এমন দাপুটে ম্যাচ কমই খেলেছে সাকিব-লিটনরা। ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে বাংলাদেশ খেলে ফেলেছে ১৪৮ টি ম্যাচ।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com