দ্বন্দ্বের বিষয় উড়িয়ে তামিম বললেন ‘নাথিং এলস ম্যাটার’
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৫
দ্বন্দ্বের বিষয় উড়িয়ে তামিম বললেন ‘নাথিং এলস ম্যাটার’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা। দুজন একসময় ছিলেন ভালো বন্ধু। তবে মাঠের বাইরে কথা বলেন না এই দুই তারকা- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এসব অতটা গুরুত্বপূর্ণ বলছেন না তামিম।


২৬ ফেব্রুয়ারি, রবিবার মিরপুর শেরে-বাংলার প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তামিম। মূলত আসন্ন ওয়ানডে সিরিজকে কেন্দ্র করেই কথা বলেছেন এই টাইগার অধিনায়ক। সেখানে সাকিবের সাথে দ্বন্দ্বের বিষয় আসলে তামিম জানান, সাকিব উইকেট পেলে মাঠে তো একসঙ্গেই উদযাপন করি।


তামিম বলছিলেন, 'যখন আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, মাঠে সবকিছু যখন স্বাভাবিক তখন নাথিং এলস ম্যাটার মানে নাথিং এলস ম্যাটার। কে কি বললো, আমাদের সম্পর্ক কেমন, একসঙ্গে কফি খাই কিনা- এগুলো কিছুই ম্যাটার করে না। যতক্ষণ পর্যন্ত আপনি দেশের জন্য নিজের শতভাগ দিচ্ছেন। যদি এখানে সমস্যা হতো তাহলে বলা যেত। কিন্তু আমি এখানে কোনো সমস্যাই দেখি না। অনেক সময় তার (সাকিব) সঙ্গে ব্যাটিং করতে হয়, তখনও সে একদমই স্বাভাবিক থাকে। ১৫-১৬ বছর ধরে খেলছি, যখন সে উইকেট পায় আমরা উদযাপন করি। সবকিছু একদমই স্বাভাবিক।’


তামিমের মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন আমি আর সাকিব বাংলাদেশের জার্সি পড়ে মাঠি নামি যদি আমি আমার সেরাটাই দিই, সাকিবও দেয়। যদি আমি অধিনায়কত্ব করার সময় তার কাছে কোনো পরামর্শ চাইলে সে সাহায্য করে। যখন সে অধিনায়কত্ব করে (টেস্ট দলের) যদি তার প্রয়োজনে আমিও পরামর্শ দিই। তাহলে নাথিং এলস ম্যাটার।’


তামিম আরও বলেন, ‘ওয়ানডে অধিনায়ক হিসেবে আমি নিশ্চয়তা দিতে পারি, যখন আমার তাকে প্রয়োজন হবে সে এগিয়ে আসবে। অন্যদিকে আমি যখন টেস্ট ম্যাচ খেলি, তখন তার সাহায্য প্রয়োজন হলে আমি এগিয়ে যাবো, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com