সাকিবের সাথে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫
সাকিবের সাথে দ্বন্দ্ব নিয়ে যা বললেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এতদিন ‘ওপেন সিক্রেট’ থাকলেও খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন প্রকাশ্যে এনেছেন বিষয়টি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন এবার।


সাকিবের সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি বাঁহাতি ওপেনার তামিম। তবে দলে এর কোনো প্রভাব পড়ে না বলে জোড় দাবি করেন। বলে দেন, মাঠে খেলার বাইরের অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার ইংল্যান্ড সিরিজের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় তাকে ইংল্যান্ড সিরিজের চেয়ে সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়েই বেশি কথা বলতে হয়।


সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি শুধু সাকিব-তামিম দ্বন্দ্ব নয়, বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশকেও অস্বাস্থ্যকর বলে মন্তব্য করেন। দলের মধ্যে গ্রুপিং নিয়েও নিজের উদ্বেগের কথা জানান। এদিন তামিম জোর দিয়ে বলেন, ‘সবকিছু ঠিক আছে। ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো এবং এটা শুধু আজকের জন্য নয়, অনেক দিন ধরেই। ফলাফলেই তা পরিস্কার। গত ৫ বছর ধরে ওয়ানডেতে আমরা ভালো করছি। যখন ড্রেসিংরুমে সব ঠিকঠাক থাকে, তখনই ফলাফল এমন হয়।’


টেস্ট ও টি-টোয়োন্টি অধিনায়ক সাকিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে, মাঠে যখন আমি নামি, আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’


তামিম বলে যান, ‘আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়োজন হয় সে (সাকিব) করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি, সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সবসময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই।’


কোনো ক্ষেত্রেই সবার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এক থাকে না উল্লেখ করে তামিম বলেন, ‘দেখেন, এটা পেশাদার জায়গা। আমার কাছে মনে হয় যে সবার সঙ্গে সবার সম্পর্ক একই লেভেলে আপনার থাকবে না। আমি নিশ্চিত আপনার অফিসে সবার সঙ্গে একই সম্পর্ক নেই। কারো সঙ্গে বেশি থাকে, কারো সঙ্গে কম থাকে। কাউকে পছন্দ করেন, কাউকে করেন না। এটা এমনই। শুধু বাংলাদেশে না, বিশ্বের যেকোনো খেলাতেই একই ব্যাপার।’


ওয়ানডে অধিনায়কের দাবি, ‘যেটা মেটার করে যখন আমরা একসঙ্গে মাঠে নামছি। কাকে কম পছন্দ করি, কাকে বেশি পছন্দ করি; এটা কোনো মেটারই করে না। যখন আমরা একসঙ্গে মাঠে নামছি, তখন আমাদের মোটিভটা এক কি না। আমার কাছে ১০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারি, মোটিভটা একই।’ ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তামিম। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com