সিনিয়র ক্রিকেটারদের সাথে সমস্যা নিয়ে যা বললেন হাথুরুসিংহে
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮
সিনিয়র ক্রিকেটারদের সাথে সমস্যা নিয়ে যা বললেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন তৎকালীন বিসিবি কোচ হাথুরুসিংহে। সেবার দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন ছিল তার।


দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। এখন জাতীয় দলে যারা মোটামুটি সিনিয়র, তাদের সঙ্গে হাথুরুসিংহের সম্পর্ক কেমন হবে, সেটি নিয়ে বরাবরই আলোচনা আছে। আগেরবারও তাদের সঙ্গে কোনো সমস্যা ছিল না, এবারও হবে না, এমনটাই বলছেন হাথুরুসিংহে।



তিনি বলেন, ‘একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গেই কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা।’


তাদের নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছেন এই শ্রীলঙ্কান, ‘ওরা ১৫-১২-১০ বছর ধরে ভালো করছে। আশা করি সেটাই করে যাবে। যতদিন খেলবে, দলে থাকবে। আমার মনে হয় না তাদের ভূমিকা বদলেছে। তারা বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় তারা নিজেদের ভূমিকাটা জানে।’


হাথুরুসিংহে মানেই ‘কড়া হেডমাস্টার’ ধরনের এক কোচ, প্রচলিত আছে সেটিও। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন, সেটির শেষটাও সুখকর ছিল না। এবার কি পুরোনো হাথুরুসিংহে ফিরছেন নাকি নতুন, আগের হাথুরুসিংহের সঙ্গে এখনকার হাথুরুসিংহের পার্থক্য কী—এমন প্রশ্ন শুরুতে একটু এড়িয়ে যেতে চাইলেও পরে হাসতে হাসতে বললেন, ‘একটু বয়স বেড়েছে হয়তো!’


এর আগে হাথুরুসিংহেকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট-সংশ্লিষ্ট একাধিকজন বলেছিলেন, এবার হাথুরুসিংহে আরও পরিণত হয়ে ফিরছেন বলেই আশা তাদের। এ কোচের কথাতেও মিলল সে ইঙ্গিত, ‘যখন এই চাকরি নেওয়ার ব্যাপারে ভেবেছি, বড় পরিসরে ভেবে এসেছি। শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম, অনেকের সঙ্গে নিজেকেও দেখাতে হতো, আন্তর্জাতিক পর্যায়ে পারব। জানতাম না কোথায় এসে পড়েছি। এবার জানি— বাংলাদেশের ক্রিকেট কীভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও জানি অনেক। এখন অনেক বেশি অভিজ্ঞও। আমার মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে ম্যাচ জেতানো। কিন্তু একই সঙ্গে কিছু ফিরিয়ে দিতে চাই, কিছু রেখে যেতে চাই।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com