জাকের আলির আউট নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:০৫
জাকের আলির আউট নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না। প্রায় প্রতি ম্যাচেই এডিআরএসের (অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম) সিদ্ধান্তে খুশী হতে পারছে না দলগুলো। এই যেমন গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের ম্যাচে জাকের আলি অনিকের আউটের পর ক্ষোভে ফেঁটে পড়েন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, হাত-পা বাঁধা, কিছু বললে নিষিদ্ধ হয়ে যাব।


তবে সব ছাপিয়ে বিসিবি দিয়েছে নিজেদের মতো করে ব্যাখ্যা। বিসিবি গত রাতে জাকের আলি অনিকের আউটের ব্যাখ্যা দিয়েছে, ‘বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বল (এডিআরএস এর ক্ষেত্রে) লেগ স্ট্যাম্পের লাইনে এক শতাংশ অংশে স্পর্শ করলে আম্পায়ার্স কল হিসেবে ব্যাটার আউট হবে।’


বিপিএলের এবারের প্লেয়িং কন্ডিশন অনুসারে জাকের আলি অনিকের লেগ বিফোর উইকেট অনফিল্ড আম্পায়ারের রাইট ডিসিশন ছিল।


টুর্নামেন্টের ম্যাচ খেলার কন্ডিশনের পরিশিষ্ট ডি ওয়ান-এ বলা হয়েছে যে, এডিআরএসে একটি বল 'ইন-লাইন’ পিচ করেছে বলে বিবেচিত হবে যদি ‘বলের কোনো অংশ পিচিং জোনের ভিতরে থাকে।’


সংশ্লিষ্ট নিয়মের এই ব্যাখ্যা অনুসারে, বরিশাল-কুমিল্লার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকের আলির বিরুদ্ধে অনফিল্ড আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউ (বলের পিচিং পয়েন্ট দেখানো ছবি) সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com