রোনালদোর চেয়ে দ্বিগুণ বেতনে মেসিকে কিনতে চায় সৌদির ক্লাব
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩১
রোনালদোর চেয়ে দ্বিগুণ বেতনে মেসিকে কিনতে চায় সৌদির ক্লাব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিশ্চিয়ানো রোনালদোকে এরই মধ্যে দলে টেনে নিয়েছে সৌদির ক্লাব আল নাসর। আড়াই বছরের জন্য চুক্তি। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার। আড়াই বছরে প্রায় ১৮৭ মিলিয়ন ডলার। বিশাল অংকের এই পারিশ্রমিকে রোনালদোকে আল নাসর দলে নেওয়ার পর তাদের প্রতিদ্বন্দ্বী আল হিলাল ক্লাবও মাঠে নেমেছে। এবার তারা দলে ভেড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে খোদ মেসিকে।


রোনালদোর চেয়ে দ্বিগুণ অর্থ দেওয়া হবে মেসিকে। পরিমাণটা ৩৫০ মিলিয়ন ডলার। তাও মাত্র এক বছরে! স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে এ তথ্য।


পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর ৬ মাস। এখন পর্যন্ত পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি আর্জেন্টাইন তারকা। চুক্তি বাড়ানো না হলে আগামী জুনেই পুনরায় ফ্রি এজেন্ট হবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কী আর ফ্রান্সের থাকতে চাচ্ছেন না মেসি!


স্প্যানির সংবাদপত্র মার্কা জানিয়েছে, সৌদির ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ মেসিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মেসির এজেন্টের সঙ্গে কথা বলছে তারা। দুই ক্লাবেরই প্রস্তাবের পরিমাণ রোনালদোর চেয়ে দ্বিগুণ।


শুধু সৌদির দুই ক্লাবই নয় আরও দুটি ক্লাব মেসিকে পেতে আগ্রহী। তার মধ্যে একটি হলো তার পুরোনো ক্লাব বার্সেলোনা। দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। কিন্তু এই দুই ক্লাবের পক্ষে সৌদির ক্লাবের সমান টাকা দেওয়ার ক্ষমতা হয়তো নেই। তাই আগ্রহ দেখালেও লড়াইয়ে পিছিয়ে তারা। সুতরাং, মেসি যদি প্যারিস ছেড়ে যান তা হলে তিনি সৌদির কোনো ক্লাবে হয়তো যাবেন।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com