বিসিবির শাস্তির আওতায় সাকিব-এনামুল-সোহান
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০১:২৭
বিসিবির শাস্তির আওতায় সাকিব-এনামুল-সোহান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার আগে থেকেই আলোচনায় সাকিব আল হাসান। বিপিএল নিয়ে মন্তব্য, আম্পায়ারের সঙ্গে তর্ক সব কিছু মিলিয়ে বার বার খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার নিয়ম ভাঙার দায়ে জরিমানার কবলে পড়েছেন টাইগার অলরাউন্ডার।


মঙ্গলবার (১০ জানুয়ারি)ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন খেলা থামিয়ে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়ান বরিশাল কাপ্তান সাকিব। মাঠে থেকে একই কাজ করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২.৪ অনুচ্ছেদ অনুযায়ী নিয়ম ভাঙায় দুজনকেই শাস্তি দিয়ে জরিমানা করেছে বিসিবি।


এছাড়া আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় এনামুল হক বিজয়ও শাস্তির আওতায় এসেছেন। তিনজনকেই ম‌্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বিসিবির কোড অব কডাক্ট লেভেল ১ ভঙ্গ করায় তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে তিন জনের নামের পাশে ১ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।


খেলোয়াড়রা তাদের অপরাধ স্বীকার এবং ম্যাচ রেফারি আখতার আহমেদের প্রস্তাবিত নিষেধাজ্ঞা গ্রহণ করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com