
ইনজুরি কাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত নেইমার। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশে দেখা যাবে তারকা ফুটবলার নেইমারকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সম্পূর্ণ নতুন রূপেই দেখা যাবে এই ফরোয়ার্ডকে।
সোমবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারকে দেখা যাবে প্ল্যাটিনাম রঙের আদলে চুলের স্টাইলে। বরাবরের মত এবারও নেইমারের চুলের স্টাইল করেছেন তার বন্ধু নারিকো। রাশিয়া বিশ্বকাপেও নেইমারের সঙ্গী ছিলেন এই নারিকো। নেইমারের পরামর্শেই নারিকোর সঙ্গে চুক্তি করে ফরাসি ক্লাব পিএসজি।
নেইমারকে নতুন রূপ দেওয়ার পর নারিকো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লেখেন, ‘ফেরার জন্য নতুন রূপে নেইমার। সবটুকু নিংড়ে দাও বন্ধু। ইশ্বর তোমাকে ও আমাদের জাতীয় দলকে আশীর্বাদ করুক।’
শুধু নেইমার নন, ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, রাফিনিয়ারও চুল কেটে দেন নারিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই নাপিত। উল্লেখ্য, স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]