
পরাজয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হয় আর্জেন্টিনার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে মেসিরা। শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর ভাসছে, গতকাল অনুশীলন করেননি লিওনেল মেসি। অনুশীলনে মেসিকে না দেখে ভ্রু কুঁচকে যায় আর্জেন্টিনার সমর্থকদের।
শনিবার (২৬ নভেম্বর) নিজেদের ত্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে মেসিদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি।
মাঠের লড়াইয়ের আগে গণমাধ্যমের শুক্রবার (২৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ‘মেসির গতকাল অনুশীলন না করার খবরটি কোথা থেকে এসেছে আমি জানি না। তবে সে (মেসি) ভালো আছে। শারীরিক দিক থেকে ভালো আছে। ভালো আছে মানসিক দিক থেকেও। কোনো সমস্যা নেই।’
নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যেই কাতারে পা রাখে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ওভাবে হেরে যাওয়াটা বড় এক ধাক্কাই। সেই ধাক্কা কি সামলে উঠতে পেরেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা? এই প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘একটা ধাক্কা তো বটেই। (অমন হারের পর) ধাক্কা খাওয়ারই কথা। তবে সেটা সেই সময়ের জন্যই।’
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]