
দারুণ ছন্দে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। একপ্রান্ত আগলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তিনি। দ্বিতীয় টেস্টে মঙ্গলবার (২৪ মে) ২৯১ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন মি. ডিপেন্ডেবল। সকালে দ্রুতই ফিরে গেছেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস (১৪১), তার দুই বল পরেই প্যাভিলিয়নের পথ ধরেছেন প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও।
রমেশ মেন্ডিসের লেগ স্টাম্প লাইনের বলকে স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ব্যাট তুলে অভিবাদন জানিয়েছেন মুশফিক। ২৯১ বলে ১৯ চারের সাহায্যে দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আগের দিন লিটনকে সঙ্গে নিয়ে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ষষ্ঠ উইকেটে রেকর্ড ২৭২ রানের জুটি গড়ে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তারা দুজন। সকালে ব্যক্তিগত ১৪১ রানে লিটন ফিরে গেলেও মুশফিক এখনো ক্রিজে অবিচল। তাইজুলকে সঙ্গে নিয়ে সচল রেখেছেন রানের চাকা।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলেছে বাংলাদেশ। ১৫৯ রানে অপরাজিত আছেন মুশফিক, ৩৪ বল খেলে ১৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]