শিরোনাম
মায়ের বদলে মেসির জার্সির চাইলো কিশোর!
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ০৮:১৮
মায়ের বদলে মেসির জার্সির চাইলো কিশোর!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিওনেল মেসি বলে কথা। তাইতো স্বাভাবিকভাবেই তার জার্সিটাও আকাঙ্ক্ষিত সবার কাছে। কিন্তু এই জার্সির জন্য আপনি কী কী করতে পারবেন? অথবা বিনিময় হিসেবেই বা কী দেবেন?


চ্যাম্পিয়ন্স লিগে ২০ অক্টোবর আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নেমেছিলো মেসির ক্লাব পিএসজি। এই ম্যাচের গ্যালারিতে হাজির হওয়া এক কিশোর তো আর্জেন্টাইন তারকার জার্সির জন্য নিজের মাকেও দিয়ে দিতে রাজি!


অন্তত তার প্লেকার্ডের লেখা এমনই। পিএসজিতে এখন ৩০ নম্বর জার্সি গায়ে দেন মেসি। ৩৪ বছর বয়সী তারকা বার্সেলোনার নিজের ক্যারিয়ারের শুরুর দিকেও গায়ে দিতেন এই নম্বরের জার্সি। তার জার্সি পাওয়ার জন্য ওই কিশোর হাজির হয়েছিলেন একটি প্লেকার্ড নিয়ে।


যেখানে লেখা ছিলো, ‘লিও, আমাকে তোমার জার্সি দাও। আমি তোমাকে আমার মাকে দিয়ে দেবো।’ তার পাশে একজন মহিলাকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যদিও সেটিই ওই কিশোরের মা কি না, এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।


লাইপজিগের বিপক্ষে ম্যাচের জার্সি পেয়েছেন কি না, সেটিও জানা যায়নি। তবে প্রিয় তারকার দারুণ পারফরম্যান্স দেখতে পেয়েছেন ওই কিশোর। পিএসজির ৩-২ গোলে জয়ের ম্যাচটিতে যে জোড়া গোল করেছেন মেসি।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com