শিরোনাম
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪:৩৮
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন সুস্থ রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি চাইলে নিজ বাড়িতে থেকেই চিকিৎকসা চালিয়ে যেতে পারবেন বলে জানান চিকিৎসকেরা। তাই ভারতের সাবেক অধিনায়ক বছরের শেষ দিনেই ফিরছেন বাড়িতে।


সময়টা ভালো যাচ্ছে না কলকাতার দাদা নামে খ্যাত সৌরভ গাঙ্গুলির। চলতি বছর হঠাৎ অসুস্থ হলে হৃদযন্ত্রে স্ট্যান্ট বসানো হয়। এজন্য তাকে দীর্ঘদিন হাসপাতালেই থাকতে হয়েছে। এরপর সময়মতো ফেরেন বাসায়। নিজ বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকার পর আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।


এরপর বিসিসিআইয়ে দায়িত্ব বুঝে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন নিজের কাজ। সেই সঙ্গে বিজ্ঞাপনের কাজে অভিনয়ও করেছেন সৌরভ।


কিন্তু অনেকটা অকস্মাৎভাবে আবারো অসুস্থ হন তিনি। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। টেস্টে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে সেখানে চিকিৎসা নিতে থাকেন। এরপরো ভয় ছিলো করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে। তবে সেই চিন্তাও কেটে গেছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পর সেটার ফল নেগেটিভ হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার কথা ভাবেন চিকিৎসকেরা। শুক্রবারেই সেই রিপোর্ট আসার কথা ছিলো। রিপোর্ট নেগেটিভ হয়েছে বলেই হাসপাতালের এক সূত্র থেকে জানা যায়।


উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিডে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সৌরভের করোনা ধরা পড়ার পর তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানারও কোভিড পরীক্ষা করানো হয়েছিলো। দু’জনেরই রিপোর্ট নেগেটিভ আসে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com