শিরোনাম
দড়ি দিয়ে চেয়ারে বাঁধা কোহলি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১১:৪৪
দড়ি দিয়ে চেয়ারে বাঁধা কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের ইনস্টাগ্রামে অদ্ভূত এক ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। ছবিতে দেখা গেছে, একটি চেয়ারে বসে আছেন কোহলি।


দড়ি দিয়ে তার হাত দুটো চেয়ারের পেছনে বাঁধা। খানিকটা জিভ বের করে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখে-মুখে ক্লান্তি। ভাবখানা এমন যে, নিজেকে বন্ধনমুক্ত করতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন।


ছবিটি পোস্টের পর থেকে ভাইরাল তো হওয়ার কথা নিশ্চিত। আইপিএলের ম্যাচের পাশাপাশি এ নিয়ে চর্চা কম হচ্ছে না। ভক্তরা বিস্মিত। প্রশ্ন উঠেছে - নিজেকে চেয়ারে বেঁধে এমন ভঙ্গিতে কি বোঝাতে চাইছেন ভারত অধিনায়ক? এটা কি কোনো বিজ্ঞাপনের শুটিং?


নাকি রবিবার (১৭ অক্টোবর) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো বার্তা দিয়েছেন কোহলি।


কোহলির এই ছবির মর্মার্থ বুঝতে হলে পড়তে হবে ক্যাপশন। ছবির উপরে কোহলি লিখেছেন- ‘জৈব সুরক্ষাবলয়ের মধ্যে খেলতে এমন লাগে।’


এক কথাতেই বোঝা গেল, করোনাবিধিতে খেলোয়াড়দের বায়ো বাবল সুরক্ষায় থাকার তিক্ত অনুভূতির কথাই বোঝাতে এমন প্রতীকী ছবি আপলোড করেছেন কোহলি।


আইপিএলের কারণে দীর্ঘদিন জৈব সুরক্ষাবলয়ে থাকতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ককে। এর ধকল কাটিয়ে না উঠতেই তাকে ঢুকতে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের জৈব সুরক্ষাবলয়ে।


অর্থাৎ জৈব সুরক্ষাবলয়ে থাকার মেয়াদ আরো এক মাস বাড়লো।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com