শিরোনাম
ব্রাজিলের রেফারির বিরুদ্ধে ক্ষোভ মেসির
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১১:২৮
ব্রাজিলের রেফারির বিরুদ্ধে ক্ষোভ মেসির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পেরুর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ফুটবলাররা অসন্তুষ্ট রেফারির ওপর। ম্যাচশেষে সেটি লুকাননি দলটির অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পেরু ম্যাচের একটি ছবি আপলোড করেন তিনি। সেখানেই রেফারিং নিয়ে অভিযোগ জানিয়েছেন মেসি।


পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে তারা বল জালে জড়িয়েছে তিনবার। ক্রিশ্চিয়ান রোমেরো হেডে গোল করেছিলেন। তবে তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। গোল করেছিলেন গুইদো রদ্রিগেজও। তার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি।


এছাড়াও পেনাল্টি দেয়া হয়েছিলো পেরুকে। যদিও সেখান থেকে গোল করতে পারেনি তারা। লাওতারো মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির আবেদন করে আর্জেন্টিনা। সেটিও দেননি ব্রাজিলিয়ান রেফারি সাম্পাইও।


মেসি লিখেছেন, ‘কঠিন ম্যাচ, খেলাটা কঠিন ছিলো। অনেক বাতাস ছিলো, তারাও গভীরে গিয়ে খেলেছে, আমাদের জায়গা কম দিচ্ছিলো। রেফারি যখনই দায়িত্বে থাকেন আমাদের ম্যাচে, তখনই এমন করেন। সে তার উদ্দেশ্যে কাজ করেছে। কিন্তু যাই হোক, গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আর আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে।’


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com