শিরোনাম
রোনালদোর রেকর্ডের দিনে ম্যানইউ’র হার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫
রোনালদোর রেকর্ডের দিনে ম্যানইউ’র হার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা ২-১ ব্যবধানে হেরেছে ইয়ং বয়েজের কাছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সুইজাল্যান্ডের বার্নে ওয়াঙ্কড্রফ স্টেডিয়ামে দারুণ নাটকীয়তার দৃশ্যায়ন ঘটেছে এই ম্যাচে।


রিয়াল মাদ্রিদের স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের চ্যাম্পিয়নস লিগে ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পর্তুগীজ মহাতারকার গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় ম্যানইউ।


কিন্তু ৩৫ মিনিটে ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার ওয়ান বিসাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পালটে যায় ম্যাচের গতি। সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক ইয়ং বয়েজ।


দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানইউর বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় সুইস ক্লাবটি। ৬৬ মিনিটে মৌমি গামেলেউ ও ৯০+৫ মিনিটে থিউনস সাইব্যাচুউ গোল আদায় করে নেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com