শিরোনাম
অলিম্পিক: শেষ ষোল থেকে বিদায় রোমান-দিয়া
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ০৯:২৮
অলিম্পিক: শেষ ষোল থেকে বিদায় রোমান-দিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেষ সেটটা জমে উঠেছিলো বেশ। তাতে দারুণভাবে সৃষ্টি হয়েছিলো একটা প্রত্যাবর্তনের আশাও। কিন্তু সে আশা পূরণ হয়নি শেষমেশ। তাতে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে অলিম্পিক ২০২০ এর আরচ্যারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।


বাংলাদেশ বাছাইপর্বটা উতরে গিয়েছিলো ১৬তম দল হিসেবে। অন্যদিকে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ছিলো শুরু থেকেই অদম্য। শীর্ষ দল হিসেবে এসেছিলো মূল প্রতিযোগিতায়। আর্চারি বিশ্বের অন্যতম শীর্ষ এই দলের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না তা অনুমেয়ই ছিলো অনেকটা।


তবে আশাও ছিলো বৈকি। গত মে মাসে যে এই দুজনেই খেলেছিলেন ওয়ার্ল্ড কাপ স্টেজ-টু'র ফাইনালে। তবে সেজন্যে পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুটা হতে হতো দুর্দান্ত।


সেটা আর হলো কই! প্রথম সেটের প্রথম তিরটা স্কোরবোর্ডে এনে দিল ৮ পয়েন্ট। এরপরের তির এনে দিতে পারল মাত্র পাঁচ। সেই যে পিছিয়ে পড়লো বাংলাদেশ, আর ফিরতে পারেনি ম্যাচে। পরের দুই তিরে যথাক্রমে ৯ আর ৮ এল বটে, জবাবে চার তিরে দক্ষিণ কোরিয়ার দুই আরচ্যার অ্যান সান ও কিম জে দিওক তুললেন ৩৮। তাতে শুরুর সেটের দুই পয়েন্ট যায় দক্ষিণ কোরিয়ার ঝুলিতে।


পরের সেটেও ভজকট পাকাল সেই দ্বিতীয় তিরটাই। সেই তির থেকে এলো ছয়, ফলে বাকি তিন তির থেকে ২৭ তুলে নিলেও মোট স্কোরটা দাঁড়ায় মাত্র ৩৩ এ। দক্ষিণ কোরিয়াও এই সেটেই যেন ছিলো একটু নড়বড়ে। চার তির থেকে যথাক্রমে ৯, ৯, ৮ আর ৯ তুলেছিল। তবে তাই জয়ের জন্য যথেষ্ট ছিলো কোরিয়ানদের জন্য, ৩৫ পয়েন্ট তুলে দ্বিতীয় সেটের দুই পয়েন্টও জিতে নেয় দলটি।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com