শিরোনাম
লিটন নেই, অভিষেক শামীম পাটোয়ারীর
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৬:৩০
লিটন নেই, অভিষেক শামীম পাটোয়ারীর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সলিড’ অলরাউন্ডার যাকে বলে। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং দিয়েও নিজেকে দারুণভাবে চিনিয়েছেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী।বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এবার স্বপ্ন পূরণ হলো শামীমের। বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো তার।


জিম্বাবুয়ের সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে শামীমকে সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। লিটন দাসের চোটে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে শামীমের। জিম্বাবুয়ে বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হলো তার। মাথায় তুললেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে ৭১ নম্বর ক্যাপটি। শামীমের আগে আরো ৭০ জন বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে অভিষেকের স্বাদ পেয়েছেন।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দ্বিতীয় সদস্য হিসেবে জাতীয় দলে নাম লেখালেন শামীম। তার আগে পেসার শরিফুল ইসলাম বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছেন।


শামীমের অভিষেকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ-


বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।


জিম্বাবুয়ে: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্ডাই চাতারা।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com