শিরোনাম
এটি আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক: বাবর আজম
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ২০:১৪
এটি আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক: বাবর আজম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

৩ বছর ৪৪ দিন পর ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুট ছিনিয়ে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কোহলিকে হটিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বর ব্যাটসমান হয়েছেন বাবর।


বুধবার (১৩ এপ্রিল) আইসিসির প্রকাশিত হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে দেখা গেছে- বিরাট কোহলির চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ৮৬৫ পেয়ে এক নম্বর স্থানটি দখল করেছেন বাবর আজম। কোহলির পয়েন্ট ৮৫৭।


পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর। এর আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩) ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন।


এ অসাধারণ কীর্তিতে নিজের নাম লিখিয়ে উচ্ছ্বসিত বাবর। কোহলির মতোই শীর্ষস্থান ধরে রাখতে চান পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক।


এক প্রতিক্রিয়ায় পাকিস্তান বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টে দেওয়া সাক্ষাৎকারে বাবর বলেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের আরও একটি মাইলফলক। যা ধরে রাখতে এখন আরও কঠিন পরিশ্রম এবং অতি অবশ্যই ধারাবাহিকতার প্রয়োজন পড়বে। স্যার ভিভ রিচার্ডসের ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর কিংবা বিরাট কোহলির ১২৫৮ দিনের মতো দীর্ঘদিন এক নম্বরে থাকতে চাই আমি। এজন্য কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার বিকল্প নেই।’


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com