শিরোনাম
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ২১:৫০
শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে গেছে।সোমবার (১২ এপ্রিল) কলম্বোতে পৌঁছার পর প্রায় এক ঘণ্টার বাস যাত্রা করে নেগোম্বোতে তাবু গেড়েছে টাইগাররা । সেখানে তারা উঠেছে সাগরপাড়ের জেটউইং বিচ রিসোর্টে।


হোটেলে পৌঁছার পর বাংলাদেশ দলের প্রথম পিসিআর টেস্ট করানো হয়েছে। তিন দিন পর করানো হবে দ্বিতীয় টেস্ট। এরপর ক্রিকেটাররা অনুশীলনে নামতে পারবেন।


১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোভিডের কারণে শ্রীলঙ্কা কোনও নেট বোলার সরবরাহ করতে পারবে না। এজন্য বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ।


দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।


প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।’


প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com