শিরোনাম
ভারতের পর পাকিস্তানকে পেছনে ফেলল টাইগাররা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২১, ১৯:৪৪
ভারতের পর পাকিস্তানকে পেছনে ফেলল টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দাপুটে জয়ে ভারতের পর এবার পাকিস্তানকে পেছনে ফেলেছে টাইগাররা।


শুক্রবার (২২ জানুয়ারি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এ জয়ের পর আইসিসি ওয়ানডে সুপার লিগে পাকিস্তানকে পেছনে ফেলে তামিম-সাকিবের দল।


আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ১০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। নতুন বছরের শুরুতে দুটো ওয়ানডে জিতে ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।


এ লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট। তাদের অবস্থান সাতে। আর বাংলাদেশের পর সমান ২০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান (তিন ম্যাচ) ও ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আফগানিস্তান। এই হিসেবে ২০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠেছে টাইগাররা।


বাংলাদেশের উপরে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৪০ পয়েন্ট নিয়ে অসিরা এক নম্বরে অবস্থান করছে। আর ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের (ছয় ম্যাচ) অবস্থান দ্বিতীয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com