
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে কাতারের বিপক্ষে হেরেছিলো বাংলাদেশ। ম্যাচে দু’টিতে ভালো খেলেও হারতে হয়েছে। তবে এবার এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে তাদের মাঠে অন্তত এক পয়েন্ট নিতে চায় বাংলাদেশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) হবে কাতারের বিপক্ষে হবে কাঙ্ক্ষিত ম্যাচ। এ ম্যাচকে সামনে রেখে জামাল এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, অন্তত এক পয়েন্ট নিতে চাই। কাতার শক্তিশালী দল। এশিয়ান চ্যাম্পিয়ন। এশিয়ার সেরা দল। তাদের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে তা অনেক ভালো হবে। মানুষও এক পয়েন্ট চায়। এছাড়া আমরা ভালো খেলতে চাই। ভালো খেলতে পারলে সবার জন্যই ভালো।
দলের অবস্থা আগের চেয়ে ভালো। জামাল তেমনই মনে করেন, দলের অবস্থা অনেক ভালো এখন। আমরা পাঁচ সপ্তাহ ধরে পরিশ্রম করে যাচ্ছি। চারটি ম্যাচ খেলেছি। ফিটনেস লেভেল ভালো আছে। সবাই মোটামুটি ফিট আছে।
কাতারে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে। কাতার আর্মির কাছে ৩-২ গোলে হারের কাতারের লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে হারতে হয়েছে ১-০ গোলে। দুটি ম্যাচেই নিজেদের ভুল-ত্রুটি ছিল। জামাল এসব ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে চান, সবাই ভুল করতে পারে। যে কেউ করতে পারে। মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার। এসব ভুল নিয়ে কাজ হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। যাতে পরের ম্যাচে ভুল না হয়।
কাতারের বিপক্ষে একসঙ্গে ডিফেন্স করে আবার একসঙ্গে আক্রমণে ওঠার পরিকল্পনা এই হোল্ডিং মিডফিল্ডারের, সবাই একসঙ্গে কাজ করবো। একসঙ্গে ডিফেন্ড করবো। আক্রমণে যাবো। একটি দল হিসেবে খেলতে চাই। আশা করছি ভালো ফল নিয়ে আসতে পারবো।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]