
ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম অস্ট্রেলীয় হিসাবে তিনি এই বিরল কীর্তি গড়েছেন।
চলতি বছরের ১৯ জনুয়ারি বেঙ্গালুরুতে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। গত শুক্রবার সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে করেছিলেন ১০৫ রান। আর আজ সেই বিধ্বংসী মেজাজেই করেছেন ৬৪ বলে ১০৪ রান।
এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের জাহির আব্বাস, নাসির জামশেদ এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সিরিজের প্রথম ম্যাচের মতো আজও স্মিথ ৬২ বলে তিন অংকে পৌঁছান। হাঁকিয়েছেন ১৪টি চার এবং ২টি ছক্কা। ভারতের বিপক্ষে স্মিথের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। অন্য সব দেশের বিপক্ষে মিলিত ভাবে তার সেঞ্চুরির সংখ্যা ৬। সার্বিক ভাবে এই ফরম্যাটে স্মিথের ১১ সেঞ্চুরি হয়ে গেল।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]