
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
যেখানে জানানো হয় মৃদু উপসর্গ ছিল বাংলাদেশের এই কিংবদন্তি ফুটবলারের। এরপরই টেস্ট করে জানতে পারেন করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন বাফুফে সভাপতি। বিশ্রামে থাকবেন আগামী কিছুদিন।
এদিকে গত ৩ অক্টোবর টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের এই কিংবদন্তি। সভাপতি হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলছিলেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]