শিরোনাম
শামি’র দুর্দান্ত পারফর্মেন্সের প্রশংসায় প্রীতি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ২০:৪৮
শামি’র দুর্দান্ত পারফর্মেন্সের প্রশংসায় প্রীতি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করায় মোহাম্মদ শামির প্রশংসা করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।


১৮ অক্টোবর ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের রোমহর্ষক ম্যাচে মোহাম্মদ শামিই ছিলেন নায়ক।এ দিন খেলতে নেমে দুই দলই স্কোরবোর্ডে ১৭৬ তোলে। তারপরেই খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেই দুর্দান্ত বোলিংয়ের নিদর্শন দেখান দুই দলের দুই পেসার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি।


সুপার ওভারে প্রথমে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান স্কোরবোর্ডে মাত্র ৫ রান তোলে। ইয়র্কার সম্রাট জসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ের সামনে একটাও বাউন্ডারি হাঁকাতে পারেননি দুই কিংস ব্যাটসম্যান। এরপরে সর্বোচ্চ স্তরের বোলিংয়ের উদাহরণ তুলে ধরেন শামি। ৫ রান ডিফেন্ড করতে গিয়ে দুই বিধ্বংসী ব্যাটসম্যান ডিকক এবং রোহিত শর্মাকে আটকে রাখেন। খেলা আবার টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।


ইতিহাসের প্রথম ‘দ্বিতীয় সুপার ওভারে’ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিস জর্ডান দেন ১১ রান। সেই রান তাড়া করে চার বলেই জয় ছিনিয়ে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।


অসামান্য বোলিং পারফরমেন্সের সুবাদে শামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রীতি জিনতা। তিনি টুইটারে লিখেন, 'কেউ ভাবতেই পারবে না, শান্ত শিষ্ট স্বভাবের শামি মাঠে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রবিবার)জয়ের মূল কারিগর শামি। তোমার দুর্দান্ত বোলিং না থাকলে আমরা জয়ের ফিনিশিং লাইন স্পর্শই করতে পারতাম না। তোমাকে অজস্র ধন্যবাদ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com