শিরোনাম
কেকেআর শিবিরে সুখবর
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১৫:৪৪
কেকেআর শিবিরে সুখবর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পর পর বড় দুই হারে কোণঠাসা হয়ে পড়া কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে সুখবর। তাদের দলের তারকা অলরাউন্ডার সুনিল নারিন মুক্তি পেলেন সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে।


নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পর্যবেক্ষণের পর বোলিং অ্যাকশন কমিটি ছাড়পত্র দিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। ফলে তার মাঠে নামতে আর কোনো বাধা নেই।


যদিও নারিনের আইপিএল খেলার উপর কখনই নিষেধাজ্ঞা জারি করেনি বিসিসিআই। তার বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালরা সন্দেহ প্রকাশ করেছিলেন। ফলে নারিনকে রাখা হয়েছিল সতর্কিত বোলারদের তালিকায়, কড়া নজরের মধ্যে।


নিষিদ্ধ হওয়ার ঝুঁজিক ছিল বলে ক্যারিবিয়ান রহস্য স্পিনারকে সর্বশেষ ম্যাচে মাঠে নামায়নি কেকেআর। তবে সন্দেহের তালিকা থেকে বাদ পড়ায় আজ (রোববার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেই একাদশে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com