শিরোনাম
টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯
টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।


কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে। তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।


শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান।


বিবার্তা/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com