শিরোনাম
কোহলি-আনুশকাকে নিয়ে গাভাস্কারের বিতর্কিত মন্তব্যে তোলপাড়
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
কোহলি-আনুশকাকে নিয়ে গাভাস্কারের বিতর্কিত মন্তব্যে তোলপাড়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘কোহলি শুধু আনুশকার বোলিং সামলেছে’ মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।


জানা গেছে, বৃহস্পতিবার লোকেশ রাহুলের তিন অংকের বিধ্বংসী ইনিংসে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর পেছনে অন্যতম দায় অধিনায়ক বিরাট কোহলির। কারণ, রাহুলের দুটি ক্যাচ তিনি ছেড়েছেন। অবশ্য ম্যাচ শেষে নিজের দায়ও স্বীকার করেছেন কোহলি। এরপরই গাভাস্কার এ মন্তব্য করে বসেন।


কোহলি মাঠে খারাপ খেললে আনুশকাকে দোষারোপ করা নতুন কিছু নয়। কিন্তু সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিও এই কাণ্ড করবেন! আইপিএলের ওই ম্যাচে গাভাস্কার ধারাভাষ্য দিচ্ছিলেন। কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হলেও কাল বেঙ্গালুরুকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। ক্যাচ ছাড়ার পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন। কোহলি কাল রান তাড়া করতে নেমে ৫ বলে ১ রানে আউট হওয়ার পর তাকে নিয়ে গাভাস্কার বলেন, লকডাউনের সময় সে শুধু আনুশকার বোলিং সামলেছে।


এরপরেই সোশ্যাল সাইটে গাভাস্কারকে তুলোধুনো করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। তারা আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকা থেকে গাভাস্কারকে ছেঁটে ফেলার দাবি তুলেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com