
সিরি আ’য় এসি মিলানের হয়ে দারুণ ছন্দে আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নতুন মৌসুমের শুরুতেই ইতালিয়ান ক্লাবটিকে দুঃসংবাদ শুনিয়েছেন এই স্ট্রাইকার। করোনায় আক্রান্ত হয়েছেন সুইডিশ তারকা।
ইউরোপা লিগে বোদোর বিপক্ষে আজকেই মুখোমুখি হওয়ার কথা ছিল এসি মিলানের। এর আগেই করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন জ্লাতান, গতকাল করোনা নেগেটিভ আসলেও আজকে পজিটিভ হয়েছি। তবে কোনো উপসর্গ নেই।
মিলান জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা জানিয়ে দিয়েছেন যে, ইব্রাহিমোভিচ করোনা পজিটিভ। এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনেই আছেন তিনি। তবে দলের বাকি সদস্য ও স্টাফের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে বুধবার করোনা পজিটিভ হয়েছেন ইব্রাহিমোভিচের মিলান সতীর্থ লিও দুয়ার্তে।
জ্লাতান ইব্রাহিমোভিচকে হারানো দলটির জন্য বড় ধাক্কাই। গত সোমবার তার কল্যাণেই জয় দিয়ে মৌসুম শুরু করেছে মিলান। বোলোগনার বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়ে জোড়া গোলই ছিল তার।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]