
স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে শাস্তি শেষে মুক্তি পাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
জানা গেছেন, ইংল্যান্ডে গিয়ে ‘বায়ো সিকিউর’ বা স্বাস্থ্য নিরাপদ নিয়ম ভঙ্গ করেন হাফিজ। টেস্ট দলে না থাকায় যুক্তরাজ্যের একটি স্থানীয় মাঠে গলফ খেলতে যান এ অলরাউন্ডার। সেখানে ৯০ বছর বয়স্ক এক বৃদ্ধার সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
এরপর তাকে পাঠানো হয় বাধ্যতামূলক আইসোলেশনে। করা হয় করোনা টেস্ট। টেস্টের ফলাফল নেগেটিভ আসায় তাকে আবারো পাকিস্তান দলের সাথে যোগ দেয়ার অনুমিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।
টেস্ট সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে সাউদাম্পটনে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ। এই সংস্করণের সেরা একাদশে দেখা যেতে পারে হাফিজকে।
এর আগে ইংল্যান্ড সফরে যাওয়ার আগেও নানা নাটকীয়তার মুখে পড়েন হাফিজ। বোর্ডের পক্ষ থেকে করা করোনা টেস্টে পজেটিভ আসলেও, পরদিনই ব্যক্তিগত উদ্যোগে করা টেস্টে নেগেটিভ হন তিনি। এ নিয়ে বোর্ডের তীব্র সমালোচনাও করেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। এবার নিজেই ভাঙলেন স্বাস্থ্যবিধি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]