শিরোনাম
বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড
প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৫:৪৩
বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের পার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড। আসন্ন গ্রীষ্ম মৌসুমে একে একে তারা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।


নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভ হোয়াইট সংবাদমাধ্যমকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।


ডেভ হোয়াইট আত্মবিশ্বাসী, বছরের শুরুতে তাদের ঘরোয়া মৌসুমে কয়েকটি সিরিজ সময় মতো হয়ে যাবে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে।’


সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সফরসূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। তবে বাইরের যে কোনো দেশ থেকে নিউজিল্যান্ড গেলে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে ও তার ব্যাতিক্রম হবে না। সকল স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে খেলা হবে এমনটি জানfন ডেভ হোয়াইট।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com