শিরোনাম
৮৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোনালদো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৩:০৪
৮৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে পাড়ি জমানোর পর থেকে রেকর্ড গড়েই চলেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ৮৬ বছরের পুরনো এক রেকর্ড ভাঙলেন সিআর সেভেন।


জুভেন্টাসের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে।


চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল করেছেন সিআরসেভেন। এর আগে ১৯৩৩-৩৪ মৌসুমে জুভেন্টাস লিজেন্ড ফেলিস বোরেলের ৩৬ গোলের রেকর্ডই ছিল এক মৌসুমে সর্বোচ্চ।


শুক্রবার (০৭ আগস্ট) অলিম্পিক লিওর বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের জোড়া গোল করে বোরেলের রেকর্ডটি নিজের করে নিলেন রোনালদো।


ম্যাচের ৪৩ ও ৬০ মিনিটের মাথায় চলতি মৌসুমে নিজের ৩৬ ও ৩৭তম গোলটি করেছেন রোনালদো। এর মধ্যে সিরিআ-তে করেছেন ৩১ গোল, কোপা ইতালিয়াতে ২ এবং চ্যাম্পিয়নস লিগে বাকি চারটি।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com