
চেলসিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে আর্সেনাল। পাশাপাশি ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে গার্নার্সরা।
শনিবার (১ আগষ্ট) রাতে তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি।
২০১৭ সালে আর্সেনাল জিতেছিল ফাইনাল। ২০১৯ সালে জিতেছিল চেলসি। এবার অবশ্য আবার জিতলো আর্সেনাল। দশজন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্লুজরা।
যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমরিক আউবেমেয়াং। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭৩ মিনিটে চেলসির মাতেও কোভাসিস আর্সেনালের গ্রানিত শাকাকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এরপর বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয়ে এফএ কাপের ১৪তম শিরোপা জয় নিশ্চিত হয় আর্সেনালের। নিশ্চিত হয় ইউরোপা লিগ।
এ নিয়ে ২৫তম বছরের মতো ইউরোপা লিগে জায়গা করে নিলো গার্নার্সরা।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]