
ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত ২৫ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন।শনিবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
জানা গেছে, কয়েক মাস ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা পড়েন তিনি। ঢাকায় বেশ কিছু পরীক্ষা করিয়েও তামিমের কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎসকেরা। এ জন্যই লন্ডনে চিকিৎসক দেখানোর সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
লন্ডনে চিকিৎসক তামিমকে এখনো কোনো চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তামিমের। পাঁচ থেকে ছয় দিন পর পরীক্ষার ফল জানা যাবে। এই কয় দিন তামিম লন্ডনে অপেক্ষা করতে চাননি। তাই ঈদের দিন ঢাকায় ফিরে এসেছেন তিনি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]