শিরোনাম
করোনামুক্ত শহিদ আফ্রিদি
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ২০:০০
করোনামুক্ত শহিদ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার স্ত্রী ও দুই মেয়েরও করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার বিকালে টুইটারে এই সুসংবাদ জানিয়েছেন আফ্রিদি স্বয়ং। গত ১৩ জুন ৪০ বছর বয়সী এই অল-রাউন্ডার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন।


টুইটারে আফ্রিদি লিখেন, 'আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে এবং তারা এখন করোনামুক্ত। আমাদের জন্য দোয়া করার সবার প্রতি কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। এখন পরিবারকে সময় দেয়ার পালা। আমি এটা খুব মিস করেছি।'


মহামারি শুরুর পর থেকেই নিজের প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ছুটে বেড়িয়েছেন আফ্রিদি। নিজের সংস্থা 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন'র পক্ষ থেকে সাধারণ মানুষকে আর্থিক সাহায্য এবং খাবারের ব্যবস্থা করেছেন করোনার মাঝেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটিও নিলাম থেকে ১৭ লাখ টাকায় কিনেছিলেন আফ্রিদি।


এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। আর সম্প্রতি ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে থাকা পাকিস্তানের ১০ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এর মধ্যে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইনের দ্বিতীয় দফা পরীক্ষায় ফল নেগেটিভ আসে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com