শিরোনাম
অনুশীলনের অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
প্রকাশ : ৩০ জুন ২০২০, ২০:৩৯
অনুশীলনের অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনুশলীনের অনুমতি দেয়া হয়েছে। অনুশীলনের জন্য ৪৪ জন খেলোয়াড়কে নির্বাচন করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।


চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটির সরকার সেই অনুমতি দেয়নি। কারণ করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুশীলন শুরুর অনুমতি পেল ডি কক-ডু প্লেসিসরা। আগামী বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) খেলোয়াড়দের সাথে আলোচনায় বসবে।


এক সংবাদ বিজ্ঞেপ্তিতে সিএসএ জানিয়েছে, হাই পারফরম্যান্স ট্রেনিং স্কোয়াড আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরুর অনুমতি পেয়েছে। সোমবারই ক্রীড়া, স্বাস্থ্য এবং আর্টস অ্যান্ড কালচার মন্ত্রণালয় থেকে অনুশীলনের অনুমতি এসেছে।'


গত মার্চে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ চলাকালীন ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মাঝপথেই সেই সিরিজ পণ্ড হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে প্রায় আড়াই হাজার মানুষ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com