শিরোনাম
মাঠে নামছেন রোনাল্ডো-সালাহরা
প্রকাশ : ২৯ মে ২০২০, ১৭:২৭
মাঠে নামছেন রোনাল্ডো-সালাহরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে আগামী ২০ জুন থেকে রোনাল্ডো-দিবালারা এবং ১৭ জুন থেকে আগুয়েরো-সালাহরা মাছে নামছেন। সব ঠিক থাকলে ২০ জুন থেকে ইতালিয়ান লিগে রোনাল্ডো-দিবালাদের জাদু দেখা যাবে। আর ১৭ জুন থেকে ইপিএলে আগুয়েরো-সালাহদের দ্বৈরথ শুরু হবে।


ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছে জুভেন্টাস, ইন্টারের মতো দলগুলো। ক্লাবগুলোর ১২ রাউন্ড করে খেলা বাকি। এ মুহূর্তে টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস, ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে ল্যাসিও।


অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাব্য দিন ১৭ জুন বলে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অবশ্য ইপিএল কর্তৃপক্ষও খেলা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


শুধু এটুকু জানানো হয়েছে, ওই দিন খেলা শুরু হলে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। চলতি লিগ মৌসুমে এখনও ৯২ ম্যাচ বাকি। ফুটবল শুরু হলে পুনরায় জমজমাট লড়াই দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। প্রাণঘাতী করোনা মহামারীতে গেল ১৩ মার্চ থেকে স্থগিত আছে টুর্নামেন্টটি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com