শিরোনাম
যে কারণে উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে মিরপুর
প্রকাশ : ২১ মে ২০২০, ২১:৩০
যে কারণে উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে মিরপুর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান।বৃহস্পতিবার (২১ মে) তামিমের সঙ্গে লাইভ আড্ডায় সে স্মৃতি টানেন তিনি। তামিমের সঙ্গে আড্ডায় বাংলাদেশে নিজের প্রথম সফরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন উইলিয়ামসন।


উইলিয়ামসনের সে সফরের কথা অবশ্য তুলে আনেন সঞ্চালক তামিম নিজেই। উইলিয়ামসনের প্রথম শতক মিরপুরে এই কথা মনে করিয়ে দিয়ে তামিম কিউই অধিনায়ককে বলেন, ‘মিরপুরের মাঠ তোমার মনের মধ্যে বিশাল জায়গা নিয়ে আছে বলে আমি মনে করি। কারণ, এখানেই তুমি তোমার প্রথম শতকের দেখা পেয়েছো, যদি আমি ভুল না করে থাকি।’


তামিমের কথার সাথে সায় মিলিয়ে উইলিয়ামসন ব্লেন, ‘তুমি ঠিক বলেছো, আমি সেখানে আমার প্রথম ওয়ানডে শতকের দেখা পেয়েছি।’


এরপরে বাংলাদেশের সেই সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে উইলিয়ামসন আরও যোগ করেন, ‘সেটা বাংলাদেশে আমার প্রথম সফরের অভিজ্ঞতা ছিল। এটা আমার জন্য অনেক কষ্টের একটা সফর ছিল বলে আমার মনে পড়ে। সে সময় বাংলাদেশে প্রচুর গরম পড়ছিল। যার কারণে আমি বারবার ক্র্যাম্পের শিকার হচ্ছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম, পেশাদার ক্রিকেট এত সহজ না। নিজেকে ফিট রাখতে আমাকে খাওয়া-দাওয়া ও ট্রেনিংয়ে সঠিক মনযোগ দিতে হবে।’


তবে বাংলাদেশি দর্শকদের উন্মাদনা আকর্ষণ কেড়েছে উইলিয়ামসনের। এখানে আরও খেলতে চান জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আর তোমাদের সেখানে দর্শকদের উন্মাদনা দারুণ। আমি আবার বাংলাদেশে খেলতে চাই।’


উইলিয়ামসনের প্রথম শতক অবশ্য দলের খুশির কারণ হতে পারেনি। বাংলাদেশ দলের তখনকার অধিনায়ক সাকিব সে ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে শতকের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com