শিরোনাম
দ্বিতীয়বার বাবা হলেন মাহমুদউল্লাহ, সুখবর দিলেন সাকিবও
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৬:১৭
দ্বিতীয়বার বাবা হলেন মাহমুদউল্লাহ, সুখবর দিলেন সাকিবও
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন এই সুখবরটি।


মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে ফেসবুকে হাসপাতালের বেডের ট্যাগের ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ। যাতে তার লেখা ছিল 'মিসেস জান্নাতুল কাওসারের সন্তান'। ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেন, 'আলহামদুলিল্লাহ। গত রাতে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান পৃথিবীতে এসেছে। ওর জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি।


এদিকে করোনা ভাইরাস আতঙ্কে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি হোটেলে কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পরিবারের কাছে ফিরেই একটি সুসংবাদ দিলেন তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যম সাকিব জানিয়েছেন দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনি।


মেয়ে আলায়না হাসান অব্রির একটি ছবি পোস্ট করে সাকিব লেখেন, ওয়েলকাম হোম। ক্যাপশনে লিখা ছিল বিগ সিস্টারহুড।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com