শিরোনাম
রায়নার প্রশংসায় মোদি
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২২:৫৪
রায়নার প্রশংসায় মোদি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।ভয়াবহ এ ভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।করোনার ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। করোনার কারণে গোটা ভারত এখন আতঙ্কিত। চলছে লকডাউন।


দেশের এই সংকটময় মূহুর্তে ৫২ লক্ষ টাকা দান করেছেন দেশটির তারকা ক্রিকেটার সুরেশ রায়না। এর মধ্যে ৩১ লক্ষ টাকা তিনি দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে। আর ২১ লক্ষ টাকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে।


টুইটে এই খবর জানিয়ে সুরেশ রায়না লিখেছিলেন, কোভিড-১৯-কে হারানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।


সুরেশ রায়নার এমন কাজের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেছেন, এটি একটি অসাধারণ ফিফটি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com