শিরোনাম
করোনা মোকাবেলায় ক্রিকেটাররা দিলেন ৩১ লাখ টাকা
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ১৩:০৫
করোনা মোকাবেলায় ক্রিকেটাররা দিলেন ৩১ লাখ টাকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন। সবমিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড়, তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ সর্বোচ্চ ৩১ লাখ টাকা।


তবে করবাবদ বাদ পড়বে ৫ লাখ টাকা। ফলে ২৬ লাখ টাকা ব্যবহার করা যাবে করোনা ইস্যুতে।


উল্লেখ্য, দেশে আরো এক করোনারোগীর মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩৯ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।


বুধবার (২৫ মার্চ) বেলা ১২টা ১০ মিনিটে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।


সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে একজনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ, তার বয়স ৬৫ বছর। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com