শিরোনাম
করোনায় আক্রান্ত জুভেন্টাস ফরোয়ার্ড দিবালা
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১২:০০
করোনায় আক্রান্ত জুভেন্টাস ফরোয়ার্ড দিবালা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। দলটির তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি করোনায় আক্রান্ত হলেন।


গত সপ্তাহে দিবালার দেহে করোনার উপস্থিতি পরীক্ষা করা হয়। সেই থেকে নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন এই আর্জেন্টাইন ফুটবলার। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন তার সঙ্গিনী ওরিয়ানা সাবাতিনও।


এক টুইটে দিবালা লেখেন, আমি আপনাদের জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি এবং ওরিয়ানা (দিবালার সঙ্গিনী) দুজনেই পরীক্ষায় পজিটিভ।


তবে করোনা আক্রান্ত হলেও ভক্তদের আশ্বস্ত করে তিনি লেখেন, সৌভাগ্যক্রমে আমরা একদম পারফেক্ট অবস্থায় আছে। আপনাদের ম্যাসেজের জন্য ধন্যবাদ।


দানিয়েল রুগানি ও ব্লেইস মাদুইদির পর জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ পজিটিভ হলেন দিবালা।


চলতি মাসের প্রথম দিকে কোভিড১৯ পজিটিভ হন রুগানি। এরপর থেকে পুরো জুভেন্টাস স্কোয়াডের জন্য কোয়ারেন্টাইন চালু করা হয় এবং সবাইকে সেলফ-আইসোলেশনে রাখা হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com