
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর ছয়টায় মেলবোর্নে বাংলাদেশের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড।
এই ম্যাচে কিউইদের ভাবাচ্ছে বাংলাদেশের স্পিন আক্রমণ। কিউই দলের টপ অর্ডার ব্যাটসম্যান সুজি বেটস বলেছেন, আমি মনে করি, মেলবোর্নের উইকেটে ভালো করার মূল হচ্ছে স্পিন ভালো খেলা। বাংলাদেশ দলে মান সম্মত কয়েকজন স্পিনার আছে। আমাদের এই জায়গায় কাজ করতে হবে এবং ভালো করতে হবে। যেমন অসাধারণ ছিলাম ভারতের স্পিনারদের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটশিকারির সেরা পাঁচের চারজনই স্পিনার। ৬৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন অফ স্পিনার সালমা খাতুন। লেগ স্পিনার রুমানা আহমেদের শিকার ৫৫ উইকেট।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]