
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবার ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ। দর্শকরা সর্বনিম্ন ১০০ টাকা খরচ করলেই মাশরাফিদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন দামে দুই ধরনের গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা। নয়নাভিরাম গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা করে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে এক হাজার টাকায়। ক্লাব হাউজের টিকিটের দাম স্থির করা হয়েছে ৩০০ টাকা। পূর্ব গ্যালারির টিকিট বিক্রি হবে দেড়শ টাকায়। আর স্টেডিয়ামের সবুজ বেষ্টনীঘেরা চত্বর ও পশ্চিম গ্যালারির টিকিটের দর রাখা হয়েছে মাত্র ১০০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে এই ম্যাচগুলোর টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই দুই স্টেডিয়ামের কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
সিরিজের দ্বিতীয় ম্যাচের তারিখ ৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৬ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]