শিরোনাম
টেনিসকে বিদায় জানালেন শারাপোভা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬
টেনিসকে বিদায় জানালেন শারাপোভা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেনিস কোর্টকে বিদায় জানালেন রাশিয়ান কিংবদন্তি মারিয়া শারাপোভা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইনজুরির কারণে এ ঘোষণা দেন রাশিয়ান গ্লামার।


শারাপোভার খেলোয়াড়ি জীবন নিয়ে ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেখানে মারিয়া লিখেছেন, টেনিস... তোমায় গুডবাই জানাচ্ছি। ২৮ বছর ও পাঁচটা গ্র্যান্ডস্লাম পদকের পরে আমি অন্য এক শৃঙ্গ জয়ের জন্য তৈরি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয় লাভ করেন শারাপোভা। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড গড়েন তিনি।


২০০৭ সালে কাঁধের চোটের জন্য অনিয়মিত হয়ে পড়েন শারাপোভা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ফের চোট পড়েন তিনি। ২০১২ সালে ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ডস্লাম বৃত্ত পূর্ণ করেন শারাপোভা। ২০১৪ সালে শেষবার ফরাসি ওপেন জেতেন তিনি। টেনিসে রাশিয়ার প্রতিনিধিত্ব করলেও ১৯৯৪ সাল থেকে মারিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com